টেলিযোগাযোগ অধিদপ্তর হচ্ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ ফেব্রুয়ারি, ২০১৫ ১৪:১৯:১৮
ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে টেলিযোগাযোগ অধিদপ্তর করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।
বৈঠকে ‘সরকারি করপোরেশন (ব্যবস্থাপনা-সমন্বয়) আইন, ২০১৫-এর খসড়ার উপস্থাপন করা হলেও তা অনুমোদন হয়নি।
বর্তমানে আইনটির আবশ্যকতা আছে কি না- তা পর্যালোচনা করতে মন্ত্রিসভা থেকে ছয় মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এইচআর/জেবি)