এনএসআই পরিচালক পুলিশের ডিআইজি মোশারফ হোসেন
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১০ ফেব্রুয়ারি, ২০১৫ ১৪:২৭:২৩
ঢাকা: পুলিশের ডিআইজি (টিআরপদে) মোশারফ হোসেনকে প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক পদে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের ডা: মোছা. জেসমীন সুলতানার বিসিএস প্রশাসন একাডেমীর মেডিকেল অফিসার পদে প্রেষণে নিয়োগ বাতিল করা হয়েছে।
মহাখালী বক্ষ্যব্যাধি হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা: নুর মোহাম্মদ শরীফ আস শামছকে বিসিএস প্রশাসন একাডেমির মেডিকেল অফিসার পদে নিয়োগ দেয়া হয়েছে।
ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এইচআর/এআর/ঘ.)