প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ ফেব্রুয়ারি, ২০১৫ ২০:৪৭:২৯

ঢাকা: বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা লে: কমান্ডার ইমতিয়াজ উদ্দিন মোহাম্মদ সাব্বিকে মৎস্য অধিদপ্তরের মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিট, চট্রগামের স্কিপার পদে প্রেষণে নিয়োগ দিয়ে তাঁর চাকরি মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই সাথে ওই পদে থাকা নৌবাহিনীর কর্মকর্তা লে: কমান্ডার এম মিনহাজ উদ্দিনের প্রেষণে নিয়োগ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ক্যান্টেন এম সাইদুর রহমানকে পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য পদে প্রেষণে নিয়োগ দিয়ে তাঁর চাকরি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সাভার উপজেলার মৎস্য কর্মকর্তা বেগম মাসুদা খানমকে বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২০১০০ প্র্রণয়ন শীর্ষক প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য মেডিকেল অফিসার ডা: এ, এস এম সিরাজুল ইসলামকে ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার পদে এবং ডা: সাবিয়া আফরোজ ও ডা: হোসনে আরাকে একই হাসপাতালে বদলি করা হয়েছে।
প্রেষণে নিযুক্ত বিনিয়োগ বোর্ডের উপপরিচালক সহযোগী অধ্যাপক ড. সুমন কুমার পান্ডেকে প্রত্যাহার করে তাঁর চাকরি শিক্ষামন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা: ইয়াসমিন জাহানকে আরমান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভোরি প্রকল্প উপ-প্রকল্প পরিচালক করা হয়েছে।
(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এইচআর/ এআর/ ঘ.)