logo ০৭ মে ২০২৫
সিনিয়র সচিবের মর্যাদা পেলেন শামসুল আলম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ ফেব্রুয়ারি, ২০১৫ ১৪:৫৫:৫২
image

ঢাকা: সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য অধ্যাপক ড. শামসুল আলম।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োজিত অধ্যাপক ড. শামসুল আলমকে জাতীয় বেতন স্কেল, ২০০৯ অনুযায়ী সিনিয়র সচিবের ৪২,০০০ টাকা (নির্ধারিত) বেতন ও আনুষঙ্গিক আর্থিক সুবিধা প্রদান করা হলো।


এছাড়া ক্রীড়া অধিদপ্তরের পরিচালক(উপসচিব) মো. আবদুস সালামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) কর্মকর্তা করা হয়েছে।


(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/এইচআর/এমআর)