logo ০৭ মে ২০২৫
আজ অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ ফেব্রুয়ারি, ২০১৫ ১৮:৩৫:০২
image

ঢাকা:  আজ অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার।


সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দু/এক দিনের মধ্যেই প্রশাসনযন্ত্রের গুরুত্বপূর্ণ ওই পদে নতুন একজনকে পদায়ন করা হতে পারে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্রে একথা জানা গেছে।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নিয়োগের জন্য গত সপ্তাহের শেষ দিকে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।


সেখানে এই পদে নিয়োগের জন্য একাধিক সচিব ও সিনিয়র সচিবের নাম প্রস্তাব করা হয়েছে।


তবে সব কিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর। সারসংক্ষেপে তিন জনের নাম প্রস্তাব করা ছাড়াও বর্তমান মুখ্য সচিব আবদুস সোবহান শিকদারকে চুক্তিভিক্তিক নিয়োগ দেয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।


তবে প্রধানমন্ত্রীর কার্যালয়সূত্রে জানা গেছে, আবদুস সোবহানকে বিদয়া সংবর্ধনা দেয়া্র আয়োজনও পাকা করা হয়েছে।


রবিবার অবসরে গেলে বিদায় সংবর্ধনার জন্য আগামী সোমবার দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে জানা গেছে।


সরকারের গুরুত্বপূর্ণ এই পদে কাকে দেয়া হচ্ছে তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।


গুরুত্বপূর্ণ এই পদে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন-প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।


উল্লেখ্য, গত বছর ১০ ফেব্রুয়ারি আবদুস সোবহান শিকদারকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।


আবদুস সোবহান সিকদার ১৯৫৬ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। বিসিএস ৮১ ব্যাচের কর্মকর্তা আবদুস সোবহান সিকদার এর আগে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগ (আইএমইডি) এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ছিলেন। পরে মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান। ২০০৯ সালের ৮ মার্চ সোবহান সিকদারকে স্বরাষ্ট্রসচিব হিসাবে বদলি করা হয়।



(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এইচআর/এআর )