logo ০৭ মে ২০২৫
যুগ্মসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ ফেব্রুয়ারি, ২০১৫ ২০:৫১:০৩
image


ঢাকা: প্রশাসনের যুগ্মসচিব পদে বেশ কিছু রদবদল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।

এক আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো.রফিকুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব শ্যামা প্রসাদ বেপারীকে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক করা হয়েছে। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব করা হয়েছে মো. আমিনুল ইসলাম খানকে। তিনিও শিক্ষা মন্ত্রণালয়ে ছিলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মেসকাত আহমেদ চৌধুরীকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে। আর তার জায়গায় দেয়া হয়েছে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্মসচিব বেগম হুসনে আরাকে। প্রতিযোগিতা কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়া হয়েছে সৈয়দ আবু আসাদকে। খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবীরকে জনপ্রশাসনে ওএসডি করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব করা হয়েছে ওএসডি কর্মকর্তা মো. আবু ইউসুফকে।

ওএসডি যুগ্মসচিব জ্যোতির্ময় সমদ্দারকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির  (নেপ) মহাপরিচালক করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস চীন থেকে ফিরে আসা যুগ্মসচিব রুহিদাস যোদ্দারকে উফশী পাট প্রকল্পের পরিচালক করা হয়েছে। ওএসডি যুগ্মসচিব মো. হুমায়ুন কবিরকে স্ট্যাবলিশ অব ৩ হ্যান্ডলুপ সংক্রান্ত একটি প্রকল্পের পরিচালক করা হয়েছে। আরেক যুগ্মসচিব মো. আব্দুর রবকে খুলনা জেলা কারগার নির্মাণ প্রকল্পে পরিচালক করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মো. আব্দুর রউফ খানকে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।  

(ঢাকাটাইমস/ ১৬ ফেব্রুয়ারি/ এইচএফ/ঘ.)