আবুল কালাম আজাদ মুখ্যসচিব হলে...
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:০৩:২০

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন আবুল কালাম আজাদ। যিনি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব। তাকে মুখ্যসচিব করা হলে খালি হবে সচিব পদটি। সেক্ষেত্রে ভারপ্রাপ্ত সচিব হিসেবে তার জায়গায় আসতে পারেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ আবদুল মালেক। এমন আলোচনা প্রশাসনের নীতি নির্ধারণী পর্যায়ে চলছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে।
১৫ ফেব্রুয়ারি ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আব্দুস সোবহান শিকদারের শেষ কর্মদিন। তিনি অবসরে যাওয়ায় শূন্য হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ এই পদটি।
সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানায়, আবদুল মালেককে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হলে তার জায়গায় আসতে পারেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (এপিডি) মহিবুল হক। সে ক্ষেত্রে যুগ্মসচিব (এপিডি) পদে পদায়ন হতে পারেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ শেখ ইউসূফ হারুণ।
তবে অপর একটি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়াকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব করার কথাও প্রশাসনের বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। আলোচনায় আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরীও।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে।
(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি / এইচআর/ এইচএফ/ঘ.)