logo ০৭ মে ২০২৫
গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:০০:৪৩
image

ঢাকা: স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক  (উপসচিব) মো. আলী আহসানকে গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


এছাড়া ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১০(২) ধারার বিধান অনুযায়ী বিসিএস প্রশাসন ক্যাডারের চার কর্মকর্তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে। জেলাগুলো হচ্ছে, জামালপুর, চাদঁপুর, সিরাজগঞ্জ ও খাগড়াছড়ি।


পৃথক আরেক আদেশে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব শওকত আলীকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবের একান্ত সচিব করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এইচআর/এমএম)