বিএনপিপন্থী দুই ওএসডি কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১৮:২৮:১৮
ঢাকা: বিএনপিপন্থী হিসাবে পরিচিত দুইজন ওএসডি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) বশির উদ্দিন আহমেদ ও মুজতাবা রিজওয়ানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকারি কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ (১৯৭৪ সালের ১২ আইন)এর ৯ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার তাদেরকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করলো। তবে তারা বিধি মোতাবেক অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
অন্যদিকে এনজিও বিষয়ক ব্যুরোর উপরিচালক এ কে এম মোয়াজ্জেম হোসেনকে জাতীয় সংসদ সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসাবে বদলি করা হয়েছে। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল খালেককে এনজিও ব্যুরোর উপপরিচালক করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/এইচআর/এআর/ ঘ.)