প্রশাসনে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:০৯:২৭
ঢাকা: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান খানকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের অতিরিক্ত পরিচালক (অপারেশন) পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এ ছাড়া দুই উপসচিব পদে বদলী করা হয়েছে। এরা হলেন- কৃষি মন্ত্রণালয়ের উপসচিব শাহজাহান আলীকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়েরি উপসচিব করা হয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আব্দুল হামিদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব করা হয়।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এইচআর/এমএম)