logo ০৭ মে ২০২৫
বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় সেই একই এজেন্ডা
হাবিবুর রহমান, ঢাকাটাইমস
২২ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:৫৬:২৭
image

ঢাকা: প্রতিমাসেই বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভা হচ্ছে, আলোচনাও হচ্ছে। তবে মজার ব্যাপার হচ্ছে  আলোচনা সভায় প্রতিমাসে প্রায় একই এজেন্ডা থাকছে বলে জানা গেছে।


ফলে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই সভায় নতুন কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না বিভাগীয় কমিশনাররা। আজ রবিবারও যথারীতি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।


মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে কমিশনারদের সমন্বয় সভার আযোজন করা হয়ে থাকে। আজকের সমন্বয় সভায় যে এজেন্ডা রয়েছে ঠিক একই এজেন্ডা গত ৩০টি সমন্বয় সভায় ছিল বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।


এ বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দীন আহমেদ ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটমককে বলেন, বিভাগীয় সমন্বয় সভায় প্রায় একই এজেন্ডা থাকে। তবে সব সময় একই বিষয় থাকে না। কিছুটা পরিবর্তনও হয়। যখন যে ঘটনা ঘটে তখন সেই বিষয়টি সমন্বয় সভায় উঠে আসে।তবে নতুন নতুন কিছু থাকলে ডিসিরা আরো ভালো করতে পারতেন।


খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ কিছুটা ভিন্ন মত পোষণ করলেন। তিনি বলেন, সমন্বয় সভায় নতুন নতুন কিছু দিক নির্দেশনা থাকে। সরকারের নীতি কী, সরকার কী চায়, সেগুলো নিয়ে এ সভায় আলোচনা হয়। আমরা জেলা প্রশাসকদের সেভাবেই নির্দেশনা দিয়ে থাকি।


গত ২২ জানুয়ারি বিভাগীয় সমন্বয় সভায় যে এজেন্ডা ছিল আজ রবিবারের সমন্বয় সভায়ও সেই একই এজেন্ডা থাকছে। আজকের এজেন্ডায় যা রয়েছে সেগুলোর মধ্য রয়েছে- আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা,


সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে গঠিত জেলা, উপজেলা এবং ইউনিয়ন কমিটিকে সক্রিয় রাখা, প্রয়োজনে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে গঠিত কোর কমিটির সভা করে ত্বরিত ব্যবস্থা গ্রহণ।


বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইন– শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিড়িরভাবে যোগাযোগ রক্ষা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সার-কৃষিজাত পণ্য ও জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে এজেন্ডায়।


এছাড়া প্রতিটি জেলায় মোবাইলকোর্ট পরিচালানা, ফৌজদারি কার্যবিধির অধীনে দায়েরকৃত মামলা নিষ্পত্তি, যৌন হয়রানি প্রতিরোধ গণসচেতনতা বৃদ্ধি, মাঠ পর্যায়ের কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তাধীন অভিযোগ দ্রুত তদন্ত /যাচাই করে প্রতিবেদন প্রেরণ এজেন্ডার অন্তর্ভুক্ত।


এছাড়া প্রতি সমন্বয় সভায় জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি রিপোর্ট চাওয়া হয়ে থাকে। পাক্ষিক গোপনীয় প্রতিবেদনে সরকারের দৃষ্টি আকর্ষণযোগ্য অংশে প্রয়োজনীয় মতামত প্রদানের নির্দেশনা থাকে।


এদিকে, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাজ থেকে নতুন নতুন এজেন্ডা না পাওয়ার কারণে পুরানো এজেন্ডাগুলো সমন্বয় সভায় থাকছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছে। তিনি বলেন, অনেক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা সমন্বয় সভায় এলেও তারা এজেন্ডার বাইরে যান না।


তবে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী প্রতিটি সভায় একই এজেন্ডা থাকার কথা অস্বীকার করেন। তিনি ঢাকাটাইমসকে বলেন, প্রতিটি মাসিক সমন্বয় সভায় নতুন নতুন এজেন্ডা থাকে। আর যে বিষয় আলোচনা হয় সেগুলো প্রতিটি জেলা প্রশাসককে পাঠানো হয়।


(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এইচআর/জেবি)