বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান হলেন মোজাম্মেল হক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ ফেব্রুয়ারি, ২০১৫ ১৫:০০:১৮
ঢাকা: বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমডোর এম মোজাম্মেল হককে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমডোর এম মোজাম্মেল হককে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাঁর চাকরি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।’
এদিকে পৃথক এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. ইকরামুল ইসলামকে রাজশাহী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এমএম)