প্রধানমন্ত্রীর একান্ত সচিব কবির বিন আনোয়ার, নাকি সাজ্জাদুল হাসান?
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৪ ফেব্রুয়ারি, ২০১৫ ২১:১৩:৪৮
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ দৌড়ে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা-পরিচালক কবির বিন আনোয়ার ও সিলেট বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান।
এই পদে এর আগে পাঁচ জনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত এ দুই জনই আলোচনায় রয়েছেন।
আজ সকালে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ আবদুল মালেককে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করার পর থেকেই গুরুত্বপূর্ণ এই পদে কে যাচ্ছেন তা নিয়ে নানা গুঞ্জন শোনা শুরু হয়।
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১পদে নিয়োগদানের জন্য একটি সার-সংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আজ/কালের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।
ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/এইচআর/ এআর/ ঘ.)