ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মোশারফ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১৮:৪৬:৪২
ঢাকা: বাংলোদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে: কর্নেল মোহাম্মদ মোশারফ হুসেনকে ফায়ার সার্ভিস ডিফেন্স অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এ ছাড়া দুই সিনিয়র সহকারী সচিবকে রদবদল করা হয়েছে। সচিবালয় শাখার সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
সচিবালয় শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাছিম আহমেদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে দেয়া হয়েছে।
(ঢাকাটাইসম/২৫ফেব্রুয়ারি/এইচআর/এমএম)