logo ০৬ মে ২০২৫
ভারমুক্ত হলেন নয় সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ মার্চ, ২০১৫ ১৭:০৪:০১
image

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন খালিদকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. এ. হান্নানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যাম সুন্দর সিকদারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ উল্লাহ খন্দকারকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আজমকে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আরাস্তু খানকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি ঘোষকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুল হাসান খানকে দুর্নীতি দমন কমিশনের সচিব করা হয়েছে।


এরা সবাই আগে ভারপ্রাপ্ত সচিব হিসেবে উল্লিখিত পদে কর্মরত ছিলেন। তাদেরকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। আরেক আদেশে তাদেরকে স্ব স্ব পদে সচিব হিসেবে পুনরায় পদায়ন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে।


(ঢাকাটাইমস/২মার্চ/এইচআর/এমএম)