র্যাবের আইন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্টেটের ক্ষমতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ মার্চ, ২০১৫ ১৫:৫৩:৫৯
ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হেডকোয়াটার্সের আইন কর্মকর্তা ফিরোজ আহমেদকে নির্বাহী ম্যাজিস্টেটের ক্ষমতায় ঢাকা জেলার দায়িত্ব দেয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এছাড়া সিরাজগঞ্জ উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে এনজিও বিষয়ক ব্যুরোর সহকারী পরিচালক করা হয়।
দিনাজপুর জেলা পরিষদের সচিব মো. সাইফুল আলমকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক করা হয়েছে।
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মঞ্জুরুল হাফিজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-পরিচালক করা হয়েছে।
(ঢাকাটাইমস/২মার্চ/এইচআর/জেবি)