logo ০৬ মে ২০২৫
তিন বিভাগে অতিরিক্ত কমিশনার নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ মার্চ, ২০১৫ ১৫:১৪:০১
image


ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব বেগম শাহান আরা বানুকে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মোস্তাফিজুর রহমানকে খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার করা হয়েছে। বি.আর.টি.এ. এর মহাব্যবস্থাপক মো. হান্নান মিয়াকে বরিশাল বিভাগের অতিরিক্ত কমিশনার করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এছাড়া পৃথক আরেক আদেশে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রাজিব কুমার সরকারকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।  কিশোরগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার লিয়াকত আলীকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯মার্চ/এইচআর/এমএম)