logo ০৬ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১১ মার্চ, ২০১৫ ১৩:১২:০২
image

ঢাকা: চট্রগ্রাম ওয়াসার কমার্শিয়াল ম্যানেজার মো: আলতাফ হোসেন চৌধুরীকে জোনাল স্যাটেলমেন্ট অফিসার পদে চট্রগ্রামে দেয়া হয়েছে।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


এছাড়া ঠাকুরগাঁ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নানকে রংপুরের জোনাল স্যাটেলমেন্ট অফিসার পদে বদলি করা হয়েছে।


অপরদিকে রংপুরের জোনাল স্যাটেলমেন্ট অফিসার মো: শামসুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এপিডি অনুবিভাগে ন্যাস্ত করা হয়েছে।


অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এম এ মান্নানের অভিপ্রায় অনুযায়ী তার একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরীকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারি সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।


তবে প্রতিমন্ত্রী যতদিন এ পদে থাকবেন ততদিন একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী থাকবেন।


ঢাকাটাইমস/১১ মার্চ/এইচআর / এআর/ ঘ.)