logo ০৬ মে ২০২৫
চট্টগ্রামে পাঁচ ওসি বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ মার্চ, ২০১৫ ২০:৫১:২৪
image

ঢাকা: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ ওসি পদে রদবদল করা হয়েছে।


শনিবার সন্ধ্যায় নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল এ রদবদলের আদেশ দেন।


নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম শহীদুর রহমান জানান, আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদকে সরিয়ে সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশকে আকবর শাহ থানার ওসি করা হয়েছে। আব্দুল মজিদকে নগর গোয়েন্দা পুলিশে পদে বদলি করা হয়েছে। আর মাতৃত্বকালীন ছুটি শেষে সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) পদে যোগ দিয়েছেন মর্জিনা আখতার।


পতেঙ্গা থানার ওসি কাজী শাহাবুদ্দিন আহমেদকে সরিয়ে তার স্থলে ওসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে একই থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেনকে। কাজী শাহাবুদ্দিনকে নগর পুলিশের ইমেগ্রেশন শাখার ওসি পদে বদলি করা হয়েছে।


সেখানে থাকা ওসি প্রদীপ কুমার দাশকে নগর গোয়েন্দা পুলিশে বদলি করা হয়েছে। আলমগীরের স্থলে ওসি (তদন্ত) পতেঙ্গার দায়িত্ব দেওয়া হয়েছে ইমেগ্রেশন শাখার ওসি জাকির হোসেনকে।


(ঢাকাটাইমস/ ১৪ মার্চ/ এআর /এএ/ ঘ.)