দুই মন্ত্রণালয়ে নতুন সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ মার্চ, ২০১৫ ১৫:৪১:৩৫
ঢাকা: নতুন সচিব হয়েছেন দুজন। এছাড়া একজনকে সচিব পদে বদলি করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ কামালকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। জীবন বিমা করপোরেশনের পরিচালক পরীক্ষিত দত্ত চৌধুরীকে সচিব মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালযের সচিব মেছবাহ উল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, মেছবাহ উল আলম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে গত ০৫ নভেম্বর ২০১২ সালে যোগদান করেন।
(ঢাকাটাইমস/১৬মার্চ/এইচআর/জেবি)