ডিএমসিতে নতুন পরিচালক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমসc
১৬ মার্চ, ২০১৫ ১৮:১০:২৪
ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমানকে প্রেষণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করে ঔষুধ প্রশাসন পরিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
একই সাথে ঔষুধ প্রশাসন পরিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন মল্লিককে প্রত্যাহার করে সেনাবাহিনীতে নেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৬মার্চ/এইচআর/এমএম)