logo ০৬ মে ২০২৫
প্রশাসনে অতিরিক্ত সচিবসহ বিভিন্ন পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ মার্চ, ২০১৫ ১৮:২৪:৩৭
image

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। এছাড়া প্রশাসনে বেশ কয়েকজনকে রদবদল করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক রুহুল আমিনকে  পেট্রোবাংলার পরিচালক করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।



সরকারি কর্ম কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ইউসুফ আলীকে ৪টি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক করা হয়, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সদস্য আব্দুল রহমানকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক মফিদুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবু হেনা মোস্তফা কামালকে  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিএমআরই প্রকল্পের পরিচালক করা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য যুগ্মসচিব শেখ আব্দুল মান্নানকে কনস্ট্রাকশন অব উপজেলা এন্ড রিজিওনাল সার্ভার স্টেশন ফর ইলেক্ট্রোরাল ডাটাবেজ প্রকল্পের পরিচালক করা হয়েছে।


টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক ইকবাল হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আব্দুর রউফকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়, মাদকদ্রব্য অধিদপ্তরের পরিচালক মজিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়,   জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম ফৌজিয়া নাহার ইসলামকে শিল্পমন্ত্রণালর যুগ্মসচিব পদে দেয়া হয়।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পার্থ প্রতিম দেবকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব করা হয়, মহিলা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বেগম শামিমা হককে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে।


কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আজিজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে।


এদিকে উপসচিব বেগম আইরিন পারভীন বাধনকে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে ন্যস্ত করা হয়।


(ঢাকাটাইমস/২৩মার্চ/এইচআর/এমএম)