logo ০৬ মে ২০২৫
অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৫ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ মার্চ, ২০১৫ ১৮:২৭:৩৭
image

ঢাকা: পুলিশের ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে রয়েছেন পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং ১০ জন পুলিশ সুপার। ১০ পুলিশ সুপারের মধ্যে বিতর্কিত মোল্যা নজরুল ইসলামও রয়েছেন।


রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ বদলি করা হয়।


পাঁচ অতিরিক্ত ডিআইজির মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতি. কমিশনার আওরংগজেব মাহবুবকে খাগড়াছড়ির এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের মান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলামকে র‌্যাবের পরিচালক পদে বদলি করা হয়েছে। ঢাকায় এপিবিএনের অতিরিক্ত ডিআইজি ড. হাসান উল হায়দারকে টাঙ্গাইলে পিটিসির কমান্ড্যান্ট করা হয়েছে। নোয়াখা্লীর পিটিসির কমান্ড্যান্ট হাসিব আজিজকে ঢাকার এপিবিএনের সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।


সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমানকে নোয়াখা্লীর পিটিসির কমান্ড্যান্ট করা হয়েছে।


এছাড়া পৃথক আরেক আদেশে জয়পুরহাটের পুলিশ সুপার আবু কামাল সিদ্দিককে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার করা হয়েছে। আর বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোল্যা নজরুল ইসলামকে জয়পুরহাটের পুলিশ সুপার করা হয়েছে।


পৃথক আরেক আদেশে সারদার পুলিশ একাডেমির সুপার রেজাউল করিম মল্লিককে ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার, বরিশাল আরআরএফ কমান্ড্যান্ট কাজী মোরতাজ আহমেদকে ঢাকা টুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।


খুলনা আরআরএফ কমান্ড্যান্ট ড. মো. নজরুল করিম খান ও  ময়মনসিংহ জেলার মুক্ত‍াগাছার দ্বিতীয় এপিবিএন অধিনায়ক মো. দেলোয়ার হোসেনকে ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।


চতুর্থ এপিবিএন বগুড়ার অধিনায়ক আবু নাসের মোহাম্মদ খালেককে ১০ এপিবিএন বরিশালের অধিনায়ক, ঢাকার বিশেষায়িত সিকিউরিটি ও প্রোটেকশন ব্যাটালিয়নের পুলিশ সুপার ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে দ্বিতীয় এপিবিএন ময়মনসিংহ জেলার মুক্তাগাছার অধিনায়ক, ১০ এপিবিএন বিরিশালের অধিনায়ক মোহাম্মদ আব্দুর রহিমকে খুলনা পিটিসির পুলিশ সুপার এবং সিলেট আরআএফ কমান্ড্যান্ট মো জে আনসার উদ্দিন পাঠানকে ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সারদার পুলিশ সুপার করা হয়েছে।


(ঢাকাটাইমস/২২মার্চ/এএ/এমএম)