প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ মার্চ, ২০১৫ ১৮:৪৪:২৭
ঢাকা: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার(ভূমি) বিএম মশিউর রহমানকে বিয়াম ফাউন্ডেশনে নিয়োগ দিয়ে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে একথা বলা হয়েছে।
অপর এক আদেশে মেহেরপুর ডিসি অফিসে সহকারী কমিশনার পদে নিযোগ দিয়ে মো. রাজীবুল আলমের চাকরি স্থায়ী করা হয়েছে। এছাড়া মাগুরা ডিসি অফিসে সহকারী কমিশনার পদে নিযোগ দিয়ে নাসিম আহমেদ, বান্দারবান ডিসি অফিসে সহকারী কমিশনার পদে নিযোগ দিয়ে বেগম রুমি চক্রবর্তী, কুড়িগ্রাম ডিসি অফিসে সহকারী কমিশনার পদে নিযোগ দিয়ে সোহেল মারুফ এবং গাইবান্ধা ডিসি অফিসে সহকারী কমিশনার পদে নিযোগ দিয়ে আবু সুফিয়ানের চাকুরী স্থায়ী করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪ মার্চ/টিএ/এআর/ ঘ.)