logo ০৬ মে ২০২৫
পদ্মা সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ এপ্রিল, ২০১৫ ১৯:২৬:৩৭
image

ঢাকা:  ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুজ্জামানকে পদ্মা বহুমখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী করা হয়েছে। এ ছাড়া চার কর্মকর্তাকে বদলির আদেশ দেয়া হয়েছে।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।


অর্থ বিভাগের উপসচিব এস এম জাকারিয়া হককে বদলি করে ইরাকের বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম ই্উংয়ের কাউন্সিলর পদে প্রেষণে নিয়োগ বাতিল করা হয়েছে।


মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিরা বেগমকে বদলিপূর্বক হংকং বাংলাদেশ দূতাবাসের শ্রম ই্উংয়ের প্রথম সচিব (শ্রম) পদে প্রেষণে নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।


রাষ্ট্রপতি কার্যালয়ের সিনিয়র সচিব মো. আবদুর রউফ মিয়ানকে বদলিপূর্বক ব্রুনাই বাংলাদেশ দূতাবাসের শ্রম ই্উংয়ের প্রথম সচিব (শ্রম) পদে প্রেষণে নিয়োগ বাতিল করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে বদলিপূর্বক দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ হাইকমিশনে শ্রম ই্উংয়ে প্রথম সচিব (শ্রম) পদে প্রেষণে নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদায়নে ন্যস্ত থাকা মোহাম্মদ শাহাদাত হোসেনকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের উপ-পরিচালক করা হয়েছে।


বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. লায়লাতুন ফেরদৌসকে বিশ্ব বাণিজ্য সংস্থা সেলের উপপরিচালক করা হয়েছে।


(ঢাকাটাইমস/১এপ্রিল/এইচআর/জেবি)