logo ০৬ মে ২০২৫
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য হলেন শাহীন রহমান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ মার্চ, ২০১৫ ১৬:৫৫:৫০
image

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারি কমিশনার মামুন আল ইসলামকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সহকারি নির্বাহী প্রকৌশলী পদে দেয়া হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


বাংলাদেশ নৌ বাহিনীর কর্মকর্তা কমডোর শাহীন রহমানকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তার চাকরি নৌ পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য পদে প্রেষণে নিয়োগে থাকা বাংলাদেশ নৌ বাহিনীর কর্মকর্তা কমডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।


ঢাকাটাইমস/৩০মার্চ/এইচআর/এমএম)