প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ মার্চ, ২০১৫ ১৮:১৯:৩৭
ঢাকা: কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজিয়াত ইসলামকে বাংলাদেশ বিমান বাহিনীর মেডিকেল অফিসার পদে বদলি করা হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রভাষক উদ্ভিদ বিদ্যা) নাহিদ আখতার শান্তাকে জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের গবেষণা কর্মকর্তা করা হয়েছে।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপপরিচালক পদে প্রেষণে নিয়োগকৃত কর্মকর্তা আবু তালেব মিয়ার বর্তমান প্রেষণ আদেশ বাতিল করা হয়েছে।
বিনিয়োগ বোর্ডের উপরিচালক পদে প্রেষণে কর্মরত সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ড. নুরুল আলমকে প্রত্যাহার করে তার নিজ কর্মস্থলে দেয়া হয়েছে।
বিনিয়োগ বোর্ডের উপরিচালক পদে প্রেষণে কর্মরত সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা উত্তম কুমার রায়কে প্রত্যাহার করে তার নিজ কর্মস্থলে দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৯মার্চ/এইচআর/এমএম)