logo ০৬ মে ২০২৫
ডা: সামন্ত লালকে সমন্বয়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক.ঢাকাটাইমস
০২ এপ্রিল, ২০১৫ ১৯:৩৮:২২
image

ঢাকা: ডা: সামন্ত লাল সেনকে ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান বার্ন ইউনিটগুলোকে শক্তিশালীকরনের জন্য সমন্বয়ক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়েছে, ডা: সামন্ত লাল সেনকে দুই বছর মেয়াদে ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান বার্ন ইউনিটগুলোকে শক্তিশালীকরণ এবং বিশেষায়িত চিকিৎসা সেবা সম্প্রসারণের সমন্বয়ক (বার্ন ইউনিটগুলো) পদে গ্রেট-৩ ভুক্ত করে ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ করে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।


এছাড়া বাংলাদেশের সহকারী হাইকমিশনার ম্যানচেষ্টার যুক্তরাজ্যের কাউন্সিলর পদে চুক্তিভিত্তিক নিয়োজিত ওহিদুর রহমান বিশ্বাস টিপুর চুক্তির মেয়াদ পূর্বের ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ১১ এপ্রিল থেকে আরো দুই বছর বৃদ্ধি করা হয়েছে।


গত ১১ মার্চ পরিকল্পনা বিভাগের উপসচিব শফিকুজ্জামানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে এবং ভুমি মন্ত্রণালয়ের উপসচিব সাজেদুল কাইয়ুম দুলালকে পরিকল্পনা বিভাগে বদলীয় করা হয়েছে কিন্তু এখনো যোগদান করেন নি তাই তাদের আগামী ৮ এপ্রিলের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। এছাড়া অপর এক আদেশে চার সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) পদেও রদবদল করা হয়েছে।


ঢাকাটাইমস/২এপ্রিল/এইচআর/এআর/ ঘ.)