logo ০৬ মে ২০২৫
পুলিশে ব্যাপক রদবদল ও পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ এপ্রিল, ২০১৫ ১৩:৫১:০১
image

ঢাকা: পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ পুলিশের ১৩৪ কর্মকর্তা। এছাড়া তিনজন ডিআইজিসহ শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।


পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত মহা-উপপরিদর্শক (ডিআইজি) পদে ২১ জন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে ১১৩ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।


মঙ্গলবার দুপুরের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এই পদোন্নতি দেয়া হয়।


এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ২১ জনের মধ্যে আটজনকে বদলি করা হয়েছে। বাকিরা নিজ কর্মস্থলেই থাকবেন।


অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছে সিএমপি চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) একেএম শহীদুর রহমান, আরএমপি রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দীন আহমেদ, পিবিআই ঢাকার অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) আবুল কালাম আজাদ, এসএমপি সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার আকরাম হোসেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিচালক মোর্শেদুল আনোয়ার খান, সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার মাহবুবুর রহমান, বিপিএ, সারদা রাজশাহীর পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, ডিএমপির উপ-পুলিশ কমিশনার একরামুল হাবীব, জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, খন্দকার লুৎফুল কবীর, ট্যুরিস্ট পুলিশের সুপার মো. আব্দুল মালেক।


অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- ডিএমপির মিরপুর জোনের এসি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ডিএমপি ঢাকার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এএসপি) আকম আকতারুজ্জামান বসুনিয়া, এএসপি তাসমিয়া তাহলিল, র‌্যাবের সিনিয়র এএসপি মো. বশির আহমেদ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সিনিয়র এএসপি চন্দন চন্দ্র সরকার, এএসপি মো. শহীদ উল্লাহ, সিআইডি ঢাকার সিনিয়র এএসপি মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, পুলিশ সদর দপ্তরের সিনিয়র এএসপি মুহাম্মদ জাকির হোসেন, নাটোরের বড়াইগ্রাম সার্কেলের সিনিয়র এএসপি মাহফুজুজ্জামান আশরাফ।


বদলির আদেশপ্রাপ্ত তিন ডিআইজি হলেন- বিনয় কৃষ্ণ বালা, মিলি বিশ্বাস ও মাহবুব মহসিন।


(ঢাকাটাইমস/৭এপ্রিল/এএ/এমআর)