১৩ উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ এপ্রিল, ২০১৫ ১৭:৪৫:২৮

ঢাকা: প্রশাসনে ১৩ উপসচিব পদে রদবদল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপপরিচালক এটিএম সিদ্দিকুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব, ঢাকা হজ অফিসের পরিচালক মিজানুর রহমানকে পানিসম্পদ মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. কাওসার আলীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কিবরিয়া সিদ্দিকীকে শিক্ষা মন্ত্রণালয়ে, আইন ও বিচার বিভাগের উপসচিব ননী গোপাল বিশ্বাসকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয় এপিডি শাখায় ন্যস্ত থাকা শামসুল আলমকে বেগমগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নতকরণ শীর্ষক প্রকল্পে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া উপসচিব মাহবুবুর রহমানকে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষে, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব হাসানুল ইসলামকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক, বিপিএটিসির পরিচালক আবুল কালাম আজাদকে বাংলাদেশ রোর্ড ট্রান্সপোর্ট অর্থরিটির উপরিচালক, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ আলম মৃধাকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের উপসচিব পদে, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব শফিকুল ইসলামকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহীর উপরিচালক করা হয়।
আদেশে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সাইদ মোহাম্মদ নোমানকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক এবং বাংলাদেশ চা বাগান শ্রমিক ভবিষ্য তহবিলের নিয়ন্ত্রক আশীষ কুমার বড়ুয়াকে পাবর্ত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পদে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৬এপ্রিল/এইচআর/জেবি)