logo ০৬ মে ২০২৫
অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব পদে বড় পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ এপ্রিল, ২০১৫ ২২:১৪:৩০
image


ঢাকা: প্রশাসনের বড় ধরনের পদোন্নতি দেয়া হয়েছে।এর মধ্যে ২২৭ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব, ২৮৮ জনকে যুগ্নসচিব এবং ৩২১ জনকে উপসচিব  পদে পদোন্নতি দেয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই পদোন্নতি দেয়া হয়।

এর মধ্যে আছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্মসচিব মো. মতিয়ার রহমান, ওএসডি কর্মকর্তা ম. আব্দুজ জাহের, মোহাম্মদ শামসুল আলম, সদরউদ্দিন আহমেদ, বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য মো. খায়রুল আনাম, এস্টাবলিস্টমেন্ট অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউপের প্রকল্প পরিচালক মো. ইমদাদুল হক, ওএসডি কর্মকর্তা মো. আহমদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব রবীন্দ্র নাথ রায় চৌধুরী, যুগ্ম প্রোগ্রাম পরিচালক রতন কুমার রায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. রফিকুজ্জামান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. সিদ্দিক, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নজরুল ইসলাম খান, নিপোর্টের পরিচালক খন্দকার আতিয়ার রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক দিলদার আহমেদ,  

 



অতিরিক্ত সচিব হলেন যারা (ক্লিক করুন)



যুগ্মসচিব হলেন যারা (ক্লিক করুন)



উপসচিব হলেন যারা (ক্লিক করুন)