পরমাণু শক্তি কমিশনের সচিব হলেন গোলাম রব্বানী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ এপ্রিল, ২০১৫ ১৮:৪৭:২৯
![image]()
ঢাকা: বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক গোলাম রব্বানীকে বাংলাদেশ পরমাণূ শক্তি কমিশনের সচিব করা হয়েছে। পাশাপাশি তার চাকরি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের পরিচালনা বোর্ডের পরিচালক মো. হাসান মারুফকে ‘ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুরেস্ট’ শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক করা হয়েছে। পাশাপাশি তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. আবু সালেহ মোস্তফা কামালকে ঢাকা হজ অফিসের পরিচালক করা হয়েছে। পাশাপাশি তার চাকরি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। খুলনা সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা শাহ নেওয়াজ তালুকদারকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির উপপরিচালক করা হয়েছে। তার চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আরিফ মাহমুদকে নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত কুমার দাসকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/৯এপ্রিল/এমএম)