দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি রিয়াজ আহমেদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ এপ্রিল, ২০১৫ ১৬:২৪:৫৯

ঢাকা: সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার রিয়াজ আহমেদকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেয়া হয়।
এছাড়া বাংলাদেশ জলবায়ু পরির্বতন ট্রাস্ট ব্যবসস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবিরকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মুন্সি শাহাবুদ্দিন আহমেদকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ড. অরুনা বিশ্বাসকে বাংলাদেশ জলবায়ু পরির্বতন ট্রাস্ট ব্যবসস্থাপনা পরিচালক পদে দেয়া হয়েছে।
জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আমজাদ হোসেনকে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব করা হয়েছে।
জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) সদরউদ্দিন আহমেদকে তথ্য কমিশনের সচিব করা হয়েছে।
তথ্য কমিশনের সচিবকে ফরহাদ হোসেনকে বাংলাদেশ পাট করপোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।
জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) শেখ মজিবুর রহমানকে জম্ম ও মৃত্য নিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এরশাদ হোসেনকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এ এফ এম মঞ্জুর কাদীরকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক পদে দেয়া হযেছে।
জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মানবেন্দ্র ভৌমিককে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমানকে জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এইচআর/জেবি)