logo ০৬ মে ২০২৫
মেয়াদ বাড়লো রাজউক চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ এপ্রিল, ২০১৫ ২০:৪৬:৩৭
image

ঢাকা: দেশের সেবা খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে প্রকৌশলী জিএম জয়নাল আবেদীন ভূইয়া এক বছরের নতুন চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


এনিয়ে দ্বিতীয় দফা চুক্তিভিত্তিক নিয়োগ পেলে জয়নাল আবেদীন। এর আগে সম্প্রতি তাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় সারসংক্ষেপ তৈরি করে প্রধানমন্ত্রী’র কাছে পাঠায়। এরপরই তাতে প্রধানমন্ত্রীর অনুমোদন মিলেছে।


সার সংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেরত আসায় প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৬এপ্রিল/জেবি)