logo ০৬ মে ২০২৫
১৪ যুগ্মসচিব পদে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ এপ্রিল, ২০১৫ ১৭:৩৬:৪৪
image

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামানকে পরিকল্পনা বিভাগে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম ইফফাত আরা মাহমুদকে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমা তামকীনকে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম জাকিয়া সুলতানাকে স্থাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা আবদুল হান্নানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে। নির্মল বায়ূ ও টেকসই পরিবেশ শীর্ষক প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ নিাসির উদ্দীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। 


আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।


পৃথক আরেক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াসিম জব্বারকে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ডেভিড পল খন্দকার স্বপনকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের সচিব আব্দুস ছালামকে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের পরিচালক করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমকে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউন নাহার বেগমকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের যুগ্মসচিব করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. পিয়ার মোহাম্মদকে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (অর্থ) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল হক ভু্ইয়াকে পর্যটন করপোরেশনের পরিচালক করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এইচআর/এমএম)