প্রশাসনে তিন কর্মকর্তাকে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ এপ্রিল, ২০১৫ ১৯:২৭:১৯

ঢাকা: বদলির আদেশ বাস্তবায়ন না করায় প্রশাসনে তিন কর্মকর্তাকে সর্তক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি আদেশ জারি করে সতর্ক করা হয়।
এসব কর্মকর্তারা হলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আয়ুব আলীকে বদলিপূর্বক বিনিয়োগ বোর্ডের সচিব পদে প্রেষণের নিমিত্ত তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়। কিন্তু তিনি অদ্যাবধি তার বদলিকৃত পদে যোগদান করেননি। আগামী ২২ এপ্রিল যোগদান না করলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিভাবে অবমুক্ত করা হবে।
বিনিয়োগ বোর্ডের উপপরিচালক প্রেষণে কর্মরত (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা সহকারী অধ্যাপক ড. নুরুল আলমকে তার বর্তমান প্রেষণ পদ হতে প্রত্যাহারপূর্বক তার চাকরি শিক্ষামন্ত্রণালয়ে কার্যালয়ে ন্যস্ত করা হয়। কিন্তু তিনি অদ্যাবধি তার পদে যোগদান করেননি। আগামী ২১ এপ্রিল যোগদান না করলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিভাবে অবমুক্ত করা হবে।
এছাড়া বিনিয়োগ বোর্ডের উপপরিচালক প্রেষণে কর্মরত (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা সহকারী অধ্যাপক উত্তম কুমার রায়কে তার বর্তমান প্রেষণ পদ হতে প্রত্যাহারপূর্বক তার চাকরি শিক্ষামন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। কিন্তু তিনি অদ্যাবধি তার পদে যোগদান করেননি। আগামী ২১ এপ্রিল যোগদান না করলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিভাবে অবমুক্ত করা হবে।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এইচআর/জেবি)