logo ২৭ এপ্রিল ২০২৫
প্রবাসীকল্যাণমন্ত্রীর এপিএস সত্যজিতকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ এপ্রিল, ২০১৫ ১৬:৫৯:৩৯
image


ঢাকা: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সহকারী একান্ত সচিব (এপিএস) সত্যজিত মুখার্জীকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।


 অপর এক আদেশে প্রবাসীকল্যাণ মন্ত্রীর এপিএস হিসেবে এ এইচ এম ফোয়াদকে নিয়োগ দেয়া হয়েছে। আদেশে বলা হয়, মন্ত্রী যতদিন এ পদ অলংকৃত করবে বা তাকে এই পদে বহাল রাখার ইচ্ছে করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর হবে। 


এছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে আবদুচ ছালামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। তিনি আগেও এই পদে চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করে আসছেন।


(ঢাকাটাইমস/ ১৬ এপ্রিল/এইচএফ/ঘ.)