logo ২৭ এপ্রিল ২০২৫
কম দামে লাভার স্মার্টফোন
ঢাকাটাইমস ডেস্ক
১০ এপ্রিল, ২০১৫ ২২:২৭:৩৫
image

ঢাকা: বাজারে নতুন ফোন এনেছে লাভা। তারা তাদের লাভা আইকন মডেলটি ভারতের বাজারে আনল । নতুন এই ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ভার্সন।


পাশাপাশি এই ফোনে রয়েছে ১.৩ গিগাহার্টজ প্রসেসর ও ২জিবি ব়্যাম। এছাড়া ফোনটির ক্যামেরাও বেশ শক্তিশালী। লাভার নতুন এই ফোনটিতে রয়েছে ১৩ এমপি রেয়ার ক্যামেরা ও সেলফির জন্য রয়েছে ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা।


পাঁচ ইঞ্চি এইচডি ডিসপ্লে’র এই স্মার্টফোনটির ইন্টারনাল মেমোরি ১৬ জিবি। তবে ব্যবহারকারী চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই মেমোরিকে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। ভারতের বাজারে নতুন এই ফোনটি কিনতে খরচ করতে হবে ১১ হাজার ৯৯০ রুপি। একাধিক রঙে নতুন এই ফোনটি কিনতে পারবেন গ্রাহকরা।


(ঢাকাটাইমস/১০ এপ্রিল/এসইউএল)