logo ২৭ এপ্রিল ২০২৫
এয়ারটেলে আকর্ষণীয় বোনাস অফার
ঢাকাটাইমস ডেস্ক
০৫ এপ্রিল, ২০১৫ ১৯:১৩:২২
image

ঢাকা: দ্রুত বর্ধনশীল টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড চালু করেছে নতুন ‘আর কে দেয়?’ বোনাস অফার, যেখানে এয়ারটেল গ্রাহকরা বন্ধ সিম চালু করলে পাবেন অতিরিক্ত সুবিধা।


১৯ টাকা রিচার্জ করলেই গ্রাহকরা নিম্নলিখিত সুবিধাগুলো পাচ্ছেন: ১ টাকা ব্যবহার করলেই পাচ্ছেন ১ টাকা বোনাস (শুধুমাত্র নেট এর ক্ষেত্রে), ৫০০ এমবি ইন্টারনেট ফ্রি, কলার টিউন এ ১ মাস ফ্রি সাবস্ক্রিপশন + ১ টি এয়ারটেল টিউন ফ্রি, ফ্রি উইকিপিডিয়া এবং টুইটার এবং ২৪ ঘণ্টা যেকোনো নাম্বারে ১পয়সা/ সেকেন্ড।


এয়ারটেল একমাত্র অপারেটর যার গ্রাহকরা ২৪ ঘণ্টা একই কল রেট পাচ্ছেন যা অন্যান্য অপারেটর ব্যবহারকারীরা পাচ্ছেন না। এছাড়াও ৩জ়ি ব্যবহারের ক্ষেত্রেও সময়ের কোনো সীমাবদ্ধতা নেই এবং গ্রাহকরা যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন।


এয়ারটেল ৩জি গ্রাহকদের যে সুবিধাগুলো দিচ্ছে তা হলো: সিমলেস ব্রাউজিং এবং স্ট্রিমিং এক্সপেরিয়েন্স, যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করা যাবে এবং প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা ফ্রিতে উইকিপিডিয়া এবং টুইটার ব্যবহার করতে পারবেন।


এছাড়াও এয়ারটেল ২জি/৩জি প্যাক এ সর্বোচ্চ মানের সেবা দিচ্ছে। একই মূল্যে এয়ারটেল ৩০এমবি প্যাক এর সাথে ৫ এমবি বেশি দিচ্ছে যার মেয়াদ অন্যান্য অপারেটর এর ২৫ এমবি প্যাক এর তুলনায় একদিন বেশি। যেখানে অন্যান্য অপারেটর ১জিবি দিচ্ছে ২৭৫ টাকায় সেখানে এয়ারটেল দিচ্ছে ১৯৯ টাকায়। তাদের ৬৫০ টাকার ৫ জিবি ইন্টারনেট প্যাক ব্যবহার এ ৩০০ টাকা সাশ্রয় হয়।


এই দারুণ অফারটি ৩০ দিন পর্যন্ত প্রযোজ্য থাকবে এবং এয়ারটেলের গ্রাহকরা *২২২*২# এই নাম্বারে ডায়াল করে এই অফারটি উপভোগ করতে পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.bd.airtel.com –বিজ্ঞপ্তি


(ঢাকাটাইমস/৫এপ্রিল/জেবি)