চলতি বছরেই তিনটি ফোন আনছে অ্যাপেল
ঢাকাটাইমস ডেস্ক
২৮ মার্চ, ২০১৫ ০০:৪৪:৩২
ঢাকা: বাজারে নয়া স্মার্টফোন আনছে টেক জায়েন্ট অ্যাপেল৷ সূত্রের খবর, চলতি বছরেই তারা বিশ্বের বাজারে তিনটি স্মার্টফোন আনছে৷
জানা যায়, তারা তাদের আইফোন-৬ এস, আইফোন-৬ এস প্লাস ও আইফোন-৬ সি এই তিনটি মডেলের স্মার্টফোন বাজারে আনতে চলেছে৷
সূত্র জানায়, চলতি বছরের শেষ ভাগে ভারতসহ বিশ্বের বাজারে এই স্মার্টফোন গুলিকে আনা হবে৷ তবে নয়া এই ফোনগুলোর দাম কত হবে অথবা এর বৈশিষ্ট্য কী হবে তা অবশ্য কিছু জানানো হয়নি৷
সূত্রের খবর, অ্যাপেলের আইফোন-৬সি মডেলটির ভারতের বাজারে দাম পড়বে ২৫ হাজার টাকা থেকে ৩১ হাজার টাকার মধ্যে৷ তবে এ ব্যাপারে অ্যাপেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি৷
প্রসঙ্গত, কিছুদিন আগেই অ্যাপেলের পক্ষ থেকে বিশ্বের বাজারে স্মার্টওয়াচ আনার কথা ঘোষণা করা হয়েছে৷ চলতি বছরের এপ্রিল মাসেই অ্যাপেল তাদের স্মার্টওয়াটকে বাজারে আনবে৷
(ঢাকাটাইমস/২৮মার্চ/জেবি/এলএ)