logo ২৮ এপ্রিল ২০২৫
গ্রামীণফোন হাউজে পেশাজীবী সেমিনার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ মার্চ, ২০১৫ ২০:৩৬:১৪
image

ঢাকা: প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি অর্জনে প্রোকিউরমেন্ট পেশাজীবীদের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দি চার্টার্ড ইনস্টিটিউট অফ প্রোকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস) বাংলাদেশ নেটওয়ার্কের সঙ্গে যৌথ সেমিনার করলো গ্রামীণফোন।

২১ মার্চ শনিবার জিপিহাউজে  অনুষ্ঠিত “প্রফেশনাল  প্রোকিউরমেন্ট কন্ট্রিবিউটস টুয়ার্ডস অরগানাইজেশনাল প্রফিটিবিলিটি" শীর্ষক  সেমিনারের প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. মির্জা আজিজুল হক।


সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণফোনের চিফ প্রোকিউরমেন্ট অফিসার আসিফ তৌহিদ।

এসময় বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রোকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এর ডিরেক্টর জেনারেল মো. ফারুক হোসেন,  আইসিসিডিআরবির ডিরেক্টর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট স্যামুয়েল লুইস রোজ এবং অ্যাসোসিয়েট প্রোফেসর, এআইএস, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউসুফ কামাল।

বিভিন্ন বহুজাতিক কোম্পানি এবং স্থানীয় বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানের প্রোকিউরমেন্ট প্রধানরা সেমিনারে অংশ নেন।


(ঢাকাটাইমস/২২মার্চ/জেবি)