ঢাকা: এখন বিশ্বব্যাপী স্মার্টফোনের ছড়াছড়ি। প্রতিদিনই বাজারে আসছে নতুন স্মার্টফোন। এবার টেক জায়ান্ট সনি চালু করেছে তাদের নতুন স্মার্টফোন এক্সপেরিয়া ই-৪। ভারতের বাজারে এটির দাম পড়বে ১২ হাজার ৪৯০ রুপি।
১.৩ গিগাহার্টজ কোয়ালকম কোয়াড কোর প্রসেসর দ্বারা চালিত এ ফোনের রয়েছে, ৫ ইঞ্চি কিউএইচডি আইপিএস ডিসপ্লে, ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ২৩০০ এমএএইচ ব্যাটারী, এলএইডি ফ্ল্যাশ সহ ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ দ্বারা চালিত এ ফোনের ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। তাছাড়া এতে ওয়াইফাই, ওয়াইফাই হটসপট, ৩জি, ব্লুটুথ ৪.১ ও জিপিএস সাপোর্ট করবে।
(ঢাকাটাইমস/১৭ মার্চ/এসইউএল)