স্যামসাংয়ের দুই গ্যালাক্সি স্মার্টফোন বাজারে
ঢাকাটাইমস ডেস্ক
০৯ মার্চ, ২০১৫ ২০:৩৮:৩৫
ঢাকা: বাংলাদেশে গ্যালাক্সি সিরিজের নতুন দুই স্মার্টফোন ই-ফাইভ ও ই-সেভেন বাজারজাত করা শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। সাদা ও কালো রঙের খোলসে কিনতে পাওয়া যাবে স্মার্টফোন দুটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং বাংলাদেশ জানিয়েছে, সুপার অ্যামোলেড এইচডি স্ক্রিন ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে দুই স্মার্টফোনেই। দুটি ফোনেই আবার এক সঙ্গে দুই সিম ব্যবহার করা যাবে।
১২০ ডিগ্রি অ্যাঙ্গেলে ‘ওয়াইড অ্যাঙ্গেল সেলফি’ তোলা যাবে স্মার্টফোন দুটির ফ্রন্ট ক্যামো দিয়ে। ‘ভয়েস কমান্ড’ আর ‘পাম জেসচার’ দিয়েও ছবি তোলার ফিচার আছে দুই স্মার্টফোনে।
গ্যালাক্সি ই-ফাইভ এর বাজার মূল্য হবে ২৪ হাজার ৯০০ টাকা এবং ই-সেভেন এর মূল্য হবে ২৯ হাজার ৯০০ টাকা।
(ঢাকাটাইমস/৯মার্চ/এমএটি)