মেজবাহ উদ্দিন বলেন, “বাংলাদেশের গ্রাহকরা এমন ডিভাইস চান যা ক্রয়সাধ্য এবং একই সঙ্গে ডিজাইন ও উদ্ভাবনের দিক দিয়ে শীর্ষস্থানীয়। আমরা আইএক্স ডিজাইনার সিরিজের আইএক্স কেইন, আইএক্স ইউএফও এবং আইএক্স হেক্সা ফোনগুলো স্থানীয় গ্রাহকদের জন্য নিয়ে আসতে পেরে খুবই আনন্দিত।”
এন্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমের ডিভাইসগুলি শিগগির এন্ড্রয়েড ললিপপে আপগ্রেড করা যাবে। এই স্মার্ট ফোনগুলোতে রয়েছে ওটিজি (অন দ্যা গো) এবং ওটিএ (ওভার দ্য এয়ার) সুবিধা সাথে আরো রয়েছে গেমলফট এর বিশেষ গেম। ওটিজির মাধ্যমে মোবাইলগুলি পার্সোনাল কম্পিউটারকে পাশ কাটিয়ে নিজেই একটি ইউএসবি হোস্ট হিসাবে কাজ করতে পারবে এবং নানা ডিভাইসের সঙ্গে সংযুক্ত হতে পারবে।
অন্যদিকে, ওটিএ'র মাধ্যমে ব্যবহারকারী স্বাচ্ছন্দে এন্ড্রয়েড অ্যাপসমূহ আপগ্রেড করতে পারবেন।
আইএক্স কেইন তৈরি করা হয়েছে তরুণদের জন্য। যারা সবার থেকে আলাদা থাকতে চান, এমন একটি ডিভাইসের মাধ্যমে যা তাদের সমস্ত চাহিদা মেটাতে পারে। আইএক্স কেইন প্রথমবারের মতো বাংলাদেশি ক্রেতাদের জন্য জাপানি বডি ম্যাটেরিয়াল নিয়ে এসেছে। ফোনটিতে রয়েছে আসল বাঁশের তৈরি সাইড প্যানেল যা ফোনটিকে পিছলে যাওয়া থেকে বিরত রাখে।
এছাড়াও আইএক্স কেইনে রয়েছে উন্নত ক্যামেরা সিস্টেম যাতে রয়েছে ১৩ মেগাপিক্সেল সনি ইএক্সএমওআর সেন্সর যা দারুণ ডিটেইলে উচ্চমানের ছবি তুলতে সক্ষম। দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য উপযুক্ত। আইএক্স কেইনে রয়েছে মাল্টিলেয়ার কোটিং সমৃদ্ধ পাঁচটি লেন্স এবং বৃহৎ এফ২.৪ এপারচার যা অল্প আলোতে দারুণ ছবি তুলতে পারে। এটির দাম ১৩৯৯৯ টাকা।
বিশেষ আইএক্স সিরিজের দ্বিতীয় স্মার্ট ফোন আইএক্স ইউএফও মার্চের মধ্যভাগ থেকে বাজারে আসবে। এতে রয়েছে আকর্ষণীয় ডিজাইন এবং দারুণ পারফরমেন্স। এই ফোনের নকশাটি ইউএফও (আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট) থেকে অনুপ্রাণিত। এর ডিজাইনে রয়েছে নতুন স্টকিং, আরো নিখুঁত কার্ভ এবং উন্নততর তাপবিকিরণ ক্ষমতা।
এতে রয়েছে সম্পুর্ণ ল্যামিনেটেড পাঁচটি টাচ পয়েন্ট আইপিএস ইন প্লেন সুইচিং) এবং ওজিএস (ওয়ান গ্লাস সলিউশন) ডিসপ্লে। এর বাটনগুলো বিশেষভাবে রিডিজাইন করা হয়েছে যেন তা ফোনটির কার্ভগুলোর সঙ্গে মিলে যায়। যেকোনো স্মার্টফোনের নিখুঁত ডিজাইনের জন্য আইএক্স ইউএফও একটি উৎকৃষ্ট উদাহরণ আইএক্স ইউএফও'র রয়েছে ১.৪ গিগাহার্টজ অক্টাকোর সিপিইউ ৬৬৭ মেগাহার্টজ ডিডিআর থ্রি মেমোরি (৮জিবি রম এবং ১জিবি র্যাম)। এটি মার্চের মাঝামাঝি সময়ে বাজারে আসবে।
আইএক্স ডিজাইনার সিরিজের তৃতীয় ফোনটি হলো আইএক্স হেক্সা যার ইউনিক ব্যাক টাচ সেলফি সেন্সর সেলফির সংজ্ঞাই পাল্টে দেবে, বাংলাদেশে এই সেন্সর এটিই প্রথম। এই ব্যাক টাচ সেন্সর ছবি তোলার ক্ষেত্রে দেবে দারুণ ও দ্রুত অভিজ্ঞতা। আইএক্স হেক্সায় রয়েছে ইউনিক ষড়ভুজের আকৃতি এবং সাইড প্যানেল ও ব্যাক কভারের রহস্যময় নাজকা লাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আহসান আলি খান ও জেনারেল ম্যানেজার (সেলস) করিম ইকবাল ভুঁইয়া।