ঢাকা: ভারতীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান লাভা তাদের নতুন স্মার্টফোন চালু করেছে। এটির নাম দেওয়া হয়েছে জলো উইন কিউ-১০০০। ভারতের বাজারে এটির দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৪৯৯ রুপি।
এ ফোনের রয়েছে ৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে, ১ জিবি র্যাম, ১ জিবি র্যাম, ৮ এমপি রেয়ার ক্যামেরা, ২ এমপি ফ্রন্ট ক্যামেরা, ব্লুটুথ ৪.০, মাইক্রোএসডি কার্ড স্লট ও ৮ জিবি স্টোরেজ যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এ ফোনের আরও রয়েছে, ওয়াইফাই, ৩জি ও জিপিএস, ডুয়াল সিমের ব্যবস্থা, ২১০০ এমএএইচ ব্যাটারী। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। কিন্তু এটি ব্যাটারীর দিক থেকে অন্য ফোনের চেয়ে অনেক শক্তিশালী হবে।
(ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/এসইউএল)