ঢাকা: চীনা স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ানপ্লাস ভারতের বাজারে ১৬জিবি ভ্যারিয়ান্টের ওয়ানপ্লাস ওয়ান স্মার্টফোন চালু করেছে। আগামীকাল মঙ্গলবার থেকে এটি অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন ডটকম থেকে কেনা যাবে। এটির দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৯৯ রুপি। এটির গায়ের রঙ হবে শুধু এক ধরনের। সেটি হবে সাদা।
এ ফোনে আছে ৩ জিবি র্যাম, ৫.৫ ইঞ্চি ১০৮০পি ডিসপ্লে, ১৩ এমপি রেয়ার ক্যামেরা, ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা, ৩১০০ এমএএইচ ব্যাটারী, ৪জি সাপোর্ট ও এনএফসি।
দামের দিক থেকে স্মার্টফোন জিয়াওমি এমআই-৪ এর ১৬ জিবি ভ্যারিয়ান্টের চেয়ে ওয়ানপ্লাস ওয়ানের দাম কম। ভারতের বাজারে জিয়াওমি এমআই-৪ এর ১৬ জিবি ভার্সনের দাম ১৯ হাজার ৯৯৯ রুপি। ওয়ানপ্লাস ওয়ানের ৬৪ জিবি ভ্যারিয়ান্টের দাম ২১ হাজার ৯৯৯ রুপি।
(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/এসইউএল)