logo ২৯ এপ্রিল ২০২৫
এলো স্যামসাংয়ের গ্যালাক্সি গ্র্যান্ড ম্যাক্স
ঢাকাটাইমস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ২০:৫৯:২৫
image


ঢাকা: দক্ষিণ কোরিয়া ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান গোপনভাবে তাদের নতুন স্মার্টফোন গ্যালাক্সি গ্র্যান্ড ম্যাক্স চালু করেছে। ভারতের বাজারে এটির দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৯৯০ রুপি। ই-কমার্স মার্কেটপ্লেস ‘স্নাপডিলের তালিকায় এটির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এই মহূর্তে এটি ক্রেতারা কিনতে পারবেন না।

গ্যালাক্সি গ্র্যান্ড ম্যাক্সের রয়েছে, ৫.২৫ ইঞ্চি এইচডি টিএফটি ডিসপ্লে, ১.৫ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে, এলইডি ফ্লাশ সহ ১৩ মেগাপিক্সল রেয়ার ক্যামেরা, সেলফি তোলার জন্যে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২৫০০ এমএএইচ ব্যাটারী ও থ্রিজি কানেক্টিভিটি সহ নানা সুযোগ সুবিধা।

এ ফোনটি অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট দ্বারা চালিত। এটির ওজন ১৬২ গ্রাম। এতে ফোরজি, ওয়াইফাই ৮০২.১১ এ/বি/জি/এন ও জিপিএস সাপোর্ট করে।

(ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/এসইউএল)