logo ২১ মে ২০২৫
ফ্রি ইন্টারনেট সুবিধা দিচ্ছে রবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ ফেব্রুয়ারি, ২০১৫ ২০:১৫:১৪
image

ঢাকা: সেলুলার ফোন অপারেটর রবির গ্রাহকরা দৈনিক অপেরা মিনি ব্রাউজারে ৫ এমবি ফ্রি ইন্টারনেট সুবিধা পাবেন।


বুধবার নগরীর এক হোটেলে এক সংবাদ সম্মেলনে রবির সঙ্গে অপেরা মিনি একত্রে এ বিশেষ ঘোষণা দেয়।


রবির চিপ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, মোট ৩০ হাজার গ্রাহক অপেরা মিনির মাধ্যমে ৫ এমবি ইন্টারনেট ব্রাউজিং সুবিধা পাবেন। আমরা অত্যন্ত আস্থাশীল যে, দেশব্যাপী আমাদের গ্রাহকরা ৩.৫ জি শক্তিশালী মানের ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারবেন।


এই সুবিধা পেতে রবি গ্রাহকদের কেবল অপেরা মিনি ব্রাউজার ওপেন করে ‘ফ্রি ইন্টারনেট কুপনে ক্লিক করতে হবে। ৫এমবি ফ্রি ইন্টারনেট কুপন স্পন্সর করেছে বিক্রয় ডটকম।


রবির গ্রাহকদের মধ্যে এখনো তাদের ফোনে অপেরা ব্রাউজার ইনস্টল করেননি তারা বিনামূল্যে এই অ্যাপসটি m.opera.com ভিজিট করে ব্রাউজারটি ডাউনলোড করতে পারেন।


(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/জেবি)