logo ৩০ এপ্রিল ২০২৫
বাজারে আসছে জিয়াওমি এমআই-৪
ঢাকাটাইমস ডেস্ক
১৯ জানুয়ারি, ২০১৫ ২০:২০:১৬
image


ঢাকা: চীনা ভিত্তিক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এবার বাজারে আনছে তাদের নতুন স্মার্টফোন জিয়াওমি এমআই-৪। আগামী ২৮ জানুয়ারি এটি ভারতে চালু করা হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বাজারে এটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৭৯.৯৯ ইউএস ডলার।

অ্যান্ড্রয়েড ৪.৪.৩ কিটকাট অপারেটিং সিস্টেম চালিত এ ফোনের রয়েছে ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ৩ জিবি র‌্যাম, ১৬ জিবি/৬৪ জিবি ইন্টারনাল মেমোরী, ১৩ রেয়ার ক্যামেরা, ৮ এম ফ্রন্ট ক্যামেরা, ৪জি, ৩জি, ২জি কানেক্টিভিটি, ওয়াইফাই, ব্লুটুথ ও ৩০৮০ এমএএইচ ব্যাটরী সহ নানামাত্রিক সুযোগ সুবিধা।

জিয়াওমি সম্প্রতি বেইজিংয়ে একটি প্রোগ্রামে এমআই নোট এবং এমআই নোট প্রো স্মার্টফোন চালু করেছে। এবার তারা ভোক্তাদের জন্যে নিয়ে আসছে জিয়াওমি এমআই-৪।   

(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/এসইউএল)