logo ৩০ এপ্রিল ২০২৫
২০১৪ সালের সেরা ১০ স্মার্টফোন
ঢাকাটাইমস ডেস্ক
২২ ডিসেম্বর, ২০১৪ ১৯:৪২:২৯
image


ঢাকা: সারাবিশ্বে এখন স্মার্টফোনের ছড়াছড়ি। মানুষের চাহিদা মেটাতে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোও বেশ ব্যস্ত। আর কয়েদিন পরই আমরা ২০১৪ সালকে বিদায় দিয়ে ২০১৫ সালকে হাসিমুখে বরণ করে নিব। তবে ২০১৪ সালে বাজারে আসা কোন স্মার্টফোন সেরা ছিল সেটি কী আমরা জানি। আসুন, বছর শেষে জেনে নিই চলতি বছরে কোন ১০টি স্মার্টফোন সেরা ছিল।

এ দশটি স্মার্টফোনের মধ্যে রয়েছে, অ্যাপলের আইফোন-৬ প্লাস, স্যামসাং গ্যালাক্সি নোট-৪, মটোরোলা মটো জি (দ্বিতীয় প্রজন্ম), সনি এক্সপেরিয়া জেড-৩, ওয়ান প্লাস ওয়ান, অপ্পো ফাইন্ড-৭, জিয়াওমি মি-৩, এইচটিসি ওয়ান (এমএইট), মটোরোলা মটো এক্স  (জেনারেশন-২) ও নকিয়া লুমিয়া-৮৩০।

এর মধ্যে বিশ্বব্যাপী অ্যাপলের আইফোন-৬ প্লাস বেশি আলোচনায় এসেছে। এতে ট্যাবলেট ও স্মার্টফোনের সুবিধা আছে। এটির বৈশিষ্ট্যের মধ্যে ফুল এইচডি ডিসপ্লে অন্যতম।

(ঢাকাটাইমস/২২ ডিসেম্বর/এসইউএল)